
আজীবন পড়াশোনার নেশায় ডুবে থাকা শুভ হঠাৎ ব্যবসায়িক সাফল্য পেয়ে নিজের জীবনকে সম্পূর্ণ মনে করা শুরু করে। কিন্তু সফলতার চুড়া যে ভয়াবহ একাকীত্ব বয়ে আনে, তা তো তার জানা ছিলোনা। এমন অবস্থায় তার দেখা হয় এমন এক স্নিগ্ধ তরুণীর সাথে, যে তাকে পূর্ণ করে তোলে সকল মায়া মমতায়। স্পর্শ কাতর শুভর কাতরতা, আর তরুণীর উষ্ণ ভালবাসার আকাঙ্ক্ষা; প্রেমময় এ যুগল ও তাদের দেহকাব্য রচনার গল্পে তারা পূর্ণতা পাবে কি?Todos os Direitos Reservados