১. হিংসা হচ্ছে আবেগীয় উচ্চতর মানসিক আঘাত, কুটউক্তি ও উপহাস। ২. মনের অবক্ষয়ের শেষ ও শ্রেষ্ঠ ধাপ হচ্ছে হিংসা। ৩. মরিচা যেমন লোহাকে নষ্ট করে দেয় তেমনি হিং সা মানুষকে ধ্বংস করে দেয়। -ইবনুল খতিব ৪. হিংসা সর্বদা অন্যের মঙ্গলের সময় জেগে ওঠে এবং কষ্ট অনুভব করায়। ৫. হিংসা কেবল একটি দুঃখজনক আত্মপরিচয়ের গল্প। -অ্যান্থনি ডি'অ্যাংজেলো ৬. হিংসা মানুষকে প্রতিনিয়ত শিক্ষার মূল্যেবোধ থেকে বঞ্চিত করে।All Rights Reserved