...লিখছে, এক নাগাড়ে সে লিখছে, স্মৃতির পাতায় হাতড়ে হাতড়ে সকল সুখময় স্মৃতি বের করছে। স্মৃতি-নেশার ঘোরে অশ্রু, রক্ত, সব কিছুই তার কাছে মধুর মনে হয়। বিরহের কালবৈশাখে সব সুখময় স্মৃতি মনে পড়ে। মৃত্যুকেও মনে হয় তিতকুটে মধুর নিয়তি! নিয়তিকে সে ভয় পায় না। তার একমাত্র ভয় মোমবাতি নিভে যাওয়ার আগে চিঠি টা শেষ না করতে পারার ভয়। কারন সে অমর। তবে বাস্তবের মাটিতে নয়, প্রাণের স্মৃতির আকাশে~All Rights Reserved