এক সীমান্তে আরাকান আর্মির স্বাধীনতার লড়াই, আরেক সীমান্তে সেভেন সিস্টার্সের দুর্গমতম কিন্তু ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নতুন যোগাযোগ পয়েন্ট, আর মূল দেশটিতে সদ্য রেভ্যুলেশন শেষের অস্থিতিশীলতা; বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এমন সময় ইতিহাসে সম্ভবত কখনোই পার করেনি।
এই পয়েন্টটা পৃথিবীর অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, সুইজারল্যান্ডের মতো। এখনো সর্বগ্রাসী দূষণের ছোঁয়া লাগেনি। ট্যুরিজম, মেডিকেল ট্যুরিজম, আধিবাসীদের প্রাচীন সংস্কৃতি আর সিকিউরিটি কনসার্নের এক অপূর্ব মেলবন্ধন পুরো অঞ্চলজুড়ে, আর খনিজ সম্পদের অতি প্রবল সম্ভাবনা তো আছেই।