বারান্দায় অসহায়ের মতো ঝুলছে নাঈম।সে না উপরে যেতে পারছে আর না নিচে নামতে পারছে।উপরে গেলে আবির নামের রাক্ষসটা তাকে খেয়ে ফেলবে আর নিচে নেমেও কোন লাভ নেই।কারণ গার্ডরা তাকে এই রাক্ষসপুরী থেকে বের হতে দেবেনা বরং তাকে আবির রাক্ষসটার কাছে দিয়ে আসবে। নাঈম একবার নিচের দিকে তাকাই তো একবার উপরের দিকে।সে এতোক্ষণে এসে বুঝতে পারছে যে এখানে এসে কত বড় ভুল করেছে।এদিকে আবির র্নিলিপ্ত ভাবে নাঈমের দিকে তাকিয়ে আছে।All Rights Reserved