১. বাইরের ক্ষত সকলে দেখতে পারলেও ভেতরের ক্ষত কেউ দেখতে পারে না। ২. মানুষকে খারাপ পথে নিয়ে যাওয়ার পেছনে কষ্টের কোনো ঘটনা লুকিয়ে থাকে। ৩. আমার কষ্টের ভাগিদার কাউকে বানাতে চাইনা, আমি চাইনা আমার মতো কেউ কষ্ট অনুভব করুক। ৪. আমার উপর দিয়ে কি যাচ্ছে এটা শুধু উপরওয়ারাই জানুক, মানুষ শুধু আমার হাসিতেই থাকুক। ৫. আমার বিপদের দিনে কিছু মানুষকে চুপ থাকতে দেখেছি তারাই আমার সু সময়ে সঙ্গি ছিলো। ৬. মধ্যে রাতের চাপা কান্না খুবই স্বার্থপর না কেউ বুঝতে পারে না কেউ দেখে। ৭. আমার কষ্ট গুলো কষ্ট হয়েই থাক, তোমার কষ্ট গুলো না হয় বিলীন হয়েই যাক। ৮. প্রিয়তমা চলে গেলেও স্মৃতি রয়ে যায়, বাস্থবে না থাকলেও অনুভবে রয়ে যায়। ৯. তার ছলনায় পড়ে জীবন গেল উড়ে, আজও আমি জীবনটারে খুজি ভাঙ্গা ঘরে। ১০. অতিরিক্ত কষ্ট যখন আমাকে চেপে ধরে তখন আমি চুপ হয়ে যায়। ১১. আমি এক জীবনে কষ্ট ও আনন্দ উভয় সময়ের সম্Todos os Direitos Reservados
1 capítulo