" আচ্ছা আপু,তোমার প্রবন্ধ কেমন লাগে? " "আমার প্রিয় লেখক কি প্রমথ চৌধুরী? " "মানে?" "মানে গাধা,আমার যদি প্রবন্ধ ভাল্লাগতো তাহলে তো প্রমথ চৌধুরীই আমার প্রিয় লেখক হতো" হয়তো প্রমথ চৌধুরী কারো প্রিয় লেখক না,কিন্তু মাধ্যমিক এর পাঠ্যপুস্তকে উনার একটা প্রবন্ধ আছে "বই পড়া". এক শতাব্দীর আগে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে লেখা কিন্তু ওই প্রবন্ধের লেখাগুলো আজও সত্য। লেখা ছিল - " আমাদের অভিভাবকদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা এবং চোখের জল,দুইই দূর করবে" "পাঠ্যপুস্তকের পড়াগুলো গেলা হয় এবং পরীক্ষার হলে উদগীরণ করা হয় "। এক শতাব্দী পড়ে এসে আমাদেরও কেন এই প্রবন্ধ পড়তে হয়? কারণ সেই ঘাটতিগুলো বাঙালির মনে, যা এখনো দূর হয় নাই। হয়তো হবে আরও এক শতাব্দীর পরে,হয়তো নয়