অলীককায়া-র ওয়াদুদকে মনে আছে নিশ্চয়ই। ভবঘুরে, বাঁধনহারা, দুর্ধর্ষ ওয়াদুদের প্রণয়ের গল্পটা কেমন হতে পারে? অনুর াগী ইদাফার প্রতিও কি ওয়াদুদ একই রকম আচরণ করবে? ইদাফার ভালোবাসা উপেক্ষা করে ওয়াদুদ চলেছে নিজের গন্তব্যে। কিন্তু ইদাফা যে তাকে সব উৎসর্গ করে বসে আছে। পড়ুন ওয়াদুদ এর দুর্ধর্ষ অভিযানের গল্প।All Rights Reserved