কবিতা শিরোনামঃ :- মতাদর্শ কলমে :- শ্রী সুব্রত চক্রবর্ত্তী তারিখ :- ০৬.১২.'২৪ বাংলাদেশ ছেড়ে দিয়েছি অনেকদিন বাংলাকে পারিনি ভুলতে বাংলা আমার মা,বাংলা মাতৃভাষা বলেই ভাই মনে করে তোদের দিচ্ছি ছেড়ে। ভাবছিস দূর্বল আমরা সবাই সাহিত্য নিয়ে একুশের সমাবেশ আমরা আছি সবাই চুপ অঙ্গ বঙ্গ কলিঙ্গ এই নিয়ে ছিল প্রাচীন বাংলা দেশ। কে বলেছে জাত ও ধর্মের কথা জন্ম আমাদের মাতৃগর্ভে নিত্য দিন বলিস আম্মা আমরাও ডাকি মা বলে। যেখানেই যাস,খেতে হয় ভাত রুটি সবজি যে তৈরি হয় করে ওরা চাষ,একই মাটির বুকে জল বাতাস সূর্যকে,পারবি ভাগ করতে ? এতো কিসের ঔদ্ধত্য,কি এনেছিস সাথে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মরে কবর খুঁড়ে দাফন করে,মিশে যায় মাটিতে চিতার আগুনে পুড়ে যায় দেহ,ছাই পরে থাকে। আমরা তো জানি তোরা অবোধ সৃষ্টি সুখের উল্লাসে লিখেছেন নজরুল সৌভাতৃত্বের হাত বাড়িয়েছিলেন রবীন্দ্রAll Rights Reserved
1 part