2022/01/10 it was my first day at School, আমার ১ম friend ছিলো আলিফা আর লিজা । High school এ প্রথম প্রথম আমার কোনো friend ছিলো না। তখন ও ওই সময়ে আমাকে অনেক একা মনে হতো। একদিন আমি ক্লাসের মধ্যে এভাবে হাঁটতে ছিলাম, পরে আমার নজর যায় আলিফা আর লিজার ওপর, পরে ওদের কাছে যাই। যাই দেখি যে লিজা আর আলিফা আর্ট করতেছে লিজা অনেক সুন্দর আর্ট করতে পারে।পরে আমি লিজাকে বলি, "তুমি কি আঁকতেছো?" পরে ও বলে, তোমার তো চোখ আছে না, তাহলে দেখো আমি কি আকি।" তারপর আমি ভাবতেছি, আমি আসলে কত বোকা যে, ও আমার সামনে একটা মেয়ের ছবি আকতেছে আমি আবার বলতেছি কোনো। এভাবে আমি ওদেরকে ignore করছি ওরাও আমারে ignore করছে। আমাদের friendship হয় অর্ধবার্ষিকের পরিক্ষার এক মাস আগে। এভাবে ক্লাস ৬ থেকে ক্লাস ৭ পর্যন্ত আমরা অনেক ভালো friend ছিলাম। এটাকে ভালো friend বলা যাবে না এটাকে Close friend বলা যাবে না এটাকে Best close friend বলা যাবে। মানে আলিফা, আমার close friend ছিলো কিন্তু বেশির ভাগ সময় ও শুধুAll Rights Reserved
1 part