মানুষ ও মাটির গভীর সম্পর্ক একটি চিরন্তন সত্য। মাটি শুধু পৃথিবীর বুকে দাঁড়ানোর স্থান নয়, এটি আমাদের অস্তিত্বের শিকড়। আমাদের জীবন, সংস্কৃতি, এবং স্বপ্নের ভিত্তি এই মাটিতেই প্রোথিত। মানুষের দুঃখ-কষ্ট, আনন্দ-বেদনা, সংগ্রাম ও সাফল্যের প্রতিটি কাহিনি মাটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।
আমার এই কাব্যগ্রন্থটি মাটি ও মানুষের সেই শাশ্বত সম্পর্কের প্রতিচ্ছবি। এখানে আমি শব্দের জাল বুনেছি, যেখানে একদিকে ধরা পড়েছে মাটির নীরব ভাষা, আর অন্যদিকে মানুষের হৃদয়ের গভীরতম অনুভূতি। এই কবিতাগুলোতে খুঁজে পাবেন জীবনের নানান রূপ-প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক সংযোগ, মাটির উর্বরতা, মানুষের সংগ্রাম এবং ভালোবাসার নান্দনিক রূপ।
এই গ্রন্থটি সেই সকল পাঠকের জন্য, যারা জীবনের সৌন্দর্য এবং গভীরতা অনুভব করতে চান। আমার বিশ্বাস, এই কাব্য আপনাদের হৃদয়ে এক নতুন অনুভূতির দিগন্ত উন্মোচি