আজকের এই Gen-z জেনারেশনে ছেলেমেয়েদের চিন্তা ধারা অনেক ভিন্ন।
তিশা একটি ফ্রি মাইন্ডের এবং চঞ্চল একটি মেয়ে। তার যখন যা মনে চায় সে তাই করে। তাই বলে যে সে অনেক উশৃংখল বা এক কথায় Badass এরকম নয়। কিন্তু তার জীবনে একটি মানুষ যে প্রায় দশ বছর ধরে করা নজরদারি করছে, তিশার জীবনের প্রতিটি পদক্ষেপ যে সে পর্যবেক্ষণ করছে, সে কখনোই তা জানতে পারেনি।
তিশা ভালোবাসাতে বিশ্বাস করে না। ভালোবাসা মানেই তার কাছে ঝামেলা। একপ্রকার বোঝা। কিন্তু, তিশাও চায় তার জীবনে যেন এমন কোন মানুষ আসুক যেন সে তাকে পরিবর্তন করতে পারে। কোন প্রকার বাধা-বিপত্তি ছাড়া সে যেন সে মানুষটার প্রতি obsessed থাকে।
অতীতের একটি ঘটনা কারণে প্রিয় মানুষটিকে ছেড়ে চলে যেতে হয়েছে অনেক দূরে। কিন্তু এত বছর ধরে থাকার পরেও কি তার প্রতি তার ভালোবাসা ও মায়া কি কমে যাবে?
©All Rights ReservedAll Rights Reserved