এই গল্প এক অভ্যন্তরীণ ভ্রমণ—যেখানে সংগ্রাম আর ভালোবাসা মিশে এক অবিরাম পথচলায়। জীবনের প্রতিটি বাঁক, প্রতিটি বাঁধা, প্রতিটি ক্ষণ আমাকে নতুনভাবে শিখিয়েছে এবং গড়েছে। কিন্তু, সবথেকে বিশেষ যেটি, তা হল নোহার সাথে আমার সেই অনন্ত ভ্রমণ। সে আমার জীবনের মূল সুর, আমার সঙ্গী, যার হাসি ও চোখের মায়ায় আমি আমার হারানো পথ খুঁজে পেয়েছি।
প্রতিটি মুহূর্ত, প্রতিটি অনুভূতি, জীবনযাত্রার সেই মিষ্টি ও কষ্টকর পথগুলো—সব কিছুই আমার জীবনের এক অনবদ্য রচনা তৈরি করেছে। নোহার সাথে সেই পথচলা আমার পৃথিবীকে পূর্ণতা দিয়েছে, আর সেই ভালোবাসা যেন অন্ধকারের মাঝে এক আলোর রেখা হয়ে জ্বলছে। 🌌💫