তিশার বিয়ে হয়েছে বছর দুই হলো। সংসারের সবকিছু এতদিনে গুছিয়ে এনেছে। তার ভালবাসায় বোনা সংসারে তার বর তানভীর ই তার সব। দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছে তারা কোনো সন্তান নিবেনা। কিন্তু প্রতিটি সংসারের অবশ্যম্ভাবী পরিণতি যা তা তাদের কপালেও জুটেছে। তিশা বোর হতে শুরু করে। তিশা জীবনে রোমাঞ্চের সন্ধানে সে আবার যোগাযোগ শুরু করে তার প্রাক্তনের সাথে। সেই প্রাক্তন এর সাথে যোগাযোগ তাদের সম্পর্কে নিয়ে আসে নতুন এক জটিলতা।All Rights Reserved