24 parts Complete একটা সময় ছিল, যখন ছোট্ট বোন ঘুমের কান্না মানেই ছিল নিবিড়ের অস্থিরতা। আর নিবিড়ের ক্ষণিক মনখারাপ মানেই ঘুমের হাজারো রঙিন চেষ্টা তাকে হাসানোর। তাদের মধ্যে ছিল না কোনো দেয়াল, না কোনো রাখঢাক-শুধু নিঃশর্ত নির্ভরতা।
কিন্তু সময় বদলায়, সম্পর্কের সংজ্ঞাও বদলায়।
এখন সেই দুই ভাইবোন মুখ ফিরিয়ে থাকে একে অন্যের কাছ থেকে। ঝগড়া করে, অবহেলা করে, এমনকি একে অপরের অস্তিত্বকেও অস্বীকার করে।
অথচ এই ভাঙনের আড়ালে জমে আছে এক অন্যরকম সত্য। একটা অদৃশ্য ছায়া, যে তলে তলে তাদের নিঃস্ব করে দিতে চায়-কিন্তু তারা জানে না, সেই ছায়ার গভীরতা কতটা ভয়াবহ।
তবুও, কিছু সম্পর্ক সহজে ভাঙে না। আর কিছু যুদ্ধ বাইরে নয়-ভেতরেই লড়া হয়। নিবিড় আর ঘুম, একে অপরের ছায়া হয়ে লড়েছে দিনের পর দিন-নিঃশব্দে, ছায়ার ভেতর থেকেই।
'নিভৃতের ছায়া'-এক ভাই-বোনের গল্প,
যেখানে রক্ত শুধু রঙ নয়, সেটাই চিহ্ন হয়ে ওঠে
বাঁচার, লড়ার আর