Story cover for Air Conditioner (AC) কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি by techland-bd
Air Conditioner (AC) কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
  • WpView
    Leituras 6
  • WpVote
    Votos 0
  • WpPart
    Capítulos 1
  • WpHistory
    Tempo <5 mins
  • WpView
    Leituras 6
  • WpVote
    Votos 0
  • WpPart
    Capítulos 1
  • WpHistory
    Tempo <5 mins
Em andamento, Primeira publicação em mai 14
https://www.techlandbd.com/home-appliance/air-conditioner/gree-ac
https://www.techlandbd.com/home-appliance/air-conditioner

এসি কেনার আগে যেসব বিষয় বিবেচনা করবেন
এসি কেনার সময় আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রেখেছিলাম, যা আমাকে সঠিক পছন্দ করতে সাহায্য করেছে:  
১. রুমের আয়তন
   আমার শোবার ঘরের আকার প্রায় ২০০ বর্গফুট। তাই বিক্রেতার পরামর্শ অনুযায়ী ১.৫ টন ক্যাপাসিটির একটি এসি নির্বাচন করেছি। রুমের আকার অনুযায়ী এসির ক্যাপাসিটি বাছাই করা জরুরি, নাহলে ঠান্ডা বা বিদ্যুৎ খরচ দুটোই সমস্যা হতে পারে।  

২. দৈনিক ব্যবহারের সময় 
   যেহেতু আমার ঘরে প্রায় সারাদিন এসি চালানোর প্রয়োজন হয়, তাই ইনভার্টার টেকনোলজির এসি নিয়েছি। এটি সাধারণ এসির তুলনায় কম বিদ্যুৎ খরচ করে, ফলে মাস শেষে বিল অনেকটাই সহনীয় থাকে।  

৩. এনার্জি স্টার রেটিং
   বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আমি ৫-স্টার রেটেড এসি কিনেছি। প্রথম দাম একটু বেশি মনে হলেও, দীর্ঘমেয়াদে এটি অ
Todos os Direitos Reservados
Inscreva-se para adicionar Air Conditioner (AC) কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি à sua biblioteca e receber atualizações
ou
#911conditioner
Diretrizes de Conteúdo
Talvez você também goste
Ego , de theauranote
14 capítulos Em andamento
পড়ন্ত বিকেলের ম্লান আলোয় শহরের এক কোণে বসে আছে সিয়াম-একজন মেধাবী সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যার কাছে আবেগ মানেই "ম্যালওয়্যার", আর ইগো হলো তার সিকিউরিটি ফায়ারওয়াল। অন্যদিকে, প্রবল উপস্থিতি নিয়ে ক্যাফের দরজা ঠেলে ঢোকে মিশু;হাসির আড়ালে লুকিয়ে থাকা ঝড়, চোখে চঞ্চলতা আর অজস্র না-বলা কথা। এক কাপ কফির টেবিলে শুরু হয় দুই মনের সংঘর্ষ; ভালোবাসা বনাম অহংকার, রাগ বনাম অনুভূতি, আর এক অসমাপ্ত সম্পর্কের অজানা অধ্যায়। তাদের কথোপকথন যেন কোডের মতো;একটা ভুল ইনপুটেই ক্র্যাশ করে যায় সব অনুভূতি। সিয়াম বুঝতে শেখে, সব প্রোগ্রাম ডিবাগ করা যায় না... আর কিছু সম্পর্ক, যতই লজিক দেওয়া হোক, কখনও কম্পাইল হয় না।
কাছে_থেকেও_সে_অচেনা, de Shimajui
52 capítulos Concluída Maduro
অনেক সময় দুজন মানুষ বছরের পর বছর একসাথে থেকেও একে অপরের কাছে অচেনা রয়ে যায়। বাবার হাতে থেকে বোনকে বাঁচাতে মেহেক বিয়ে করতে রাজি হয়। প্রিন্স নামের এক যবুকের সাথে। সাদামাটা ভাবে বিয়ে হয়ে যায় মেহেকের। বিয়ের প্রথম রাতেই মেহেক আবিষ্কার করে তার স্বামী একজন ভয়ংকর খুনী। সে হাসতে হাসতে মানুষ খুন করতে দ্বিধা করে না। তবে সব সময় চোখের দেখা সত্যি হয় না কথাটা মেহেক ভাবেনি। প্রিন্সকে খুনি ভেবে দূরে সরে গিয়ে পা বাড়ায় মুখোশধারী বাবার ফাঁদে। প্রিন্স কী পারবে মেহেককে সে ফাঁদে থেকে বের করতে? গল্পটায় কিছুটা থ্রিলার ও রোমান্টিক ।
নিভৃতের ছায়া , de SanhaArnuba
24 capítulos Concluída
একটা সময় ছিল, যখন ছোট্ট বোন ঘুমের কান্না মানেই ছিল নিবিড়ের অস্থিরতা। আর নিবিড়ের ক্ষণিক মনখারাপ মানেই ঘুমের হাজারো রঙিন চেষ্টা তাকে হাসানোর। তাদের মধ্যে ছিল না কোনো দেয়াল, না কোনো রাখঢাক-শুধু নিঃশর্ত নির্ভরতা। কিন্তু সময় বদলায়, সম্পর্কের সংজ্ঞাও বদলায়। এখন সেই দুই ভাইবোন মুখ ফিরিয়ে থাকে একে অন্যের কাছ থেকে। ঝগড়া করে, অবহেলা করে, এমনকি একে অপরের অস্তিত্বকেও অস্বীকার করে। অথচ এই ভাঙনের আড়ালে জমে আছে এক অন্যরকম সত্য। একটা অদৃশ্য ছায়া, যে তলে তলে তাদের নিঃস্ব করে দিতে চায়-কিন্তু তারা জানে না, সেই ছায়ার গভীরতা কতটা ভয়াবহ। তবুও, কিছু সম্পর্ক সহজে ভাঙে না। আর কিছু যুদ্ধ বাইরে নয়-ভেতরেই লড়া হয়। নিবিড় আর ঘুম, একে অপরের ছায়া হয়ে লড়েছে দিনের পর দিন-নিঃশব্দে, ছায়ার ভেতর থেকেই। 'নিভৃতের ছায়া'-এক ভাই-বোনের গল্প, যেখানে রক্ত শুধু রঙ নয়, সেটাই চিহ্ন হয়ে ওঠে বাঁচার, লড়ার আর
দ্যা হার্ট শেপ , de Happy20327
4 capítulos Em andamento
"কোনো মেয়ে কি চাইবে নিজের স্বামীকে অন্য কারো সাথে শেয়ার করতে? তবে এমন মেয়ে যদি করেই বসে, তাহলে তার পেছনের কারণ কী হতে পারে?" ইনায়া, এক নারীর গল্প, যার জীবন ছিল স্বপ্নময়, ভালোবাসায় ভরা, কিন্তু ভাগ্যের খেলায় রূপ নিল বিষাদের রং। তার স্বামী আর সবচেয়ে কাছের সেই বোনের বিশ্বাসঘাতকতা, যাদের জন্য সে নিজের জীবন উৎসর্গ করেছিল, সে বিশ্বাসে তারা ভেঙে দিল তার হৃদয়। তবে মৃত্যু কি সত্যিই শেষ? অসুস্থতার গাঢ় অন্ধকার থেকে ফিরে আসার এক অদ্ভুত সুযোগ পেয়ে ইনায়া বুঝল - জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো নিজের জন্য বাঁচা, নিজের মূল্য জানা। এই গল্পে তোমার চোখে পড়বে বিশ্বাস, প্রহসন, শোক আর আশা - একসাথে বাঁধা একটি জীবনের অনন্য যাত্রা। একটি হার্টশেপ পাথর, একটি সময়ের রহস্য, আর এক মহাসংঘর্ষ... যা তোমাকে ভাবাবে, "জীবন কত মূল্যবান"। দ্যা হার্ট শেপ - তোমার হৃদয়ের আড়ালে লুকানো গল্প, যা
குழந்தைகளுக்கு இலவச நலம், de MarkPIcassoMPA
10 capítulos Em andamento
(மேலும் படிப்பதற்கு முன், இது போர் காலத்தில் இருக்கும்வர்களுக்கு சிறந்த இலவச பரிசாகும்.) நாம் அனைவரும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறோம், மற்றும் செயற்கை நுண்ணறிவின் (AI) உதவியுடன், இதற்கு முன்னர் எப்போதும் செய்ய முடியாத அளவுக்கு உலகத்திற்கு உதவ முடிகிறது. நாம் டிக்‌டாக் வைத்திருக்கும் பிள்ளைகளுக்காக (நீங்கள் நம்ப மாட்டீர்கள் - அகதிப் பிள்ளைகளில் பலருக்கு டிக்‌டாக் இருக்கிறது 🙂) "பிரிண்ட் ஆன டிமாண்ட்" (Print On Demand) தொழில்கள் உருவாக்க முடியும். நாம் எண்ணிய மற்றும் டிஜிட்டல் கல்வியை ஊக்குவிக்க மற்றும் பகிர மின்னணு நூலகங்களை உருவாக்கலாம். வாட்ஸ்அப்பை பயன்படுத்தி ஆரோக்கிய ஆலோசனை, முழுமையான சிகிச்சை மற்றும் பலவற்றை குழந்தைகளுக்கு கற்றுத் தர முடியும். இதைத் தொடங்க Doctor Dolls எனும் திட்டத்திற்கு உண்மையான கோடுகள் (code) உள்ளன... இந்த பாம்பாடிகள் (do
Talvez você também goste
Slide 1 of 10
কালো পাতার দিন লিপি  cover
Ego  cover
তৃষিতা সা��দা কালোর আড়ালে এক ধুসর cover
কাছে_থেকেও_সে_অচেনা cover
নিভৃতের ছায়া  cover
Claim in Every Way~ ❤️✨ [Oneshots Of Rohirat] cover
দ্যা হার্ট শেপ  cover
Baatarfly✔️ cover
প্রিয় নীড়হারা  cover
குழந்தைகளுக்கு இலவச நலம் cover

কালো পাতার দিন লিপি

6 capítulos Em andamento

একজন চুপচাপ মেয়ে যার চোখে লুকানো থাকে শত শব্দ। একজন রক্ত গরম ছেলে যার চেহারায় আগুন কিন্তু মনে নরম একটা কোনা। তাদের পথ কখনোই এক ছিল না কিন্তু সময় পরিস্থিতি আর অজানা কিছু ভুল সবকিছু এক করে ফেলে দুটি বিপরীত মনের মানুষকে। তবে এই কাহিনী ভালোবাসার না এটা তাদেরও গল্প যারা কষ্টকে চিঠির পাতায় লিখে রেখে দেয়। যাদের জীবনে দিনগুলো হয়তো সত্যিই কালো পাতার মত। কিন্তু তবুও তারা ভালবাসে নিঃশব্দে একপাক্ষিক ভাবে অথবা চিরজীবনের জন্য।