
এক হৃদয়জুড়ে গাঁথা সম্পর্কের জালে আদরে বড় হওয়া তিনু ও নিজের না বলা অনুভব মেঘে ঢাকা রেখে রাখা ঈহানের গল্প। সম্পর্কের জটিলতা, না বলা ভালোবাসা আর একের পর এক অপ্রত্যাশিত কয়েকটি ঘটনা যখন সবকিছুর মোড় ঘুরিয়ে দেয়, তখন শুরু হয় এক ভাঙা-গড়া যাত্রা। আর এই যাত্রার কেন্দ্রে আছে এক গোপন সত্য-যা পরিবারের সবাই জানলেও, কিছু গুরুত্বপূর্ণ মানুষ জানে না। এই সব কিছুকে ঘিরে তিনু আর ঈহানের গল্প কি এক ধাপ এগিয়ে যাবে, নাকি অপ্রত্যাশিত ঘটনার সমুক্ষীন হতে সেখানেই স্থগিত হয়ে যাবে?All Rights Reserved