
একটা পুরনো জমিদার বাড়ি... একটা আয়না, যেটা ঠিক আয়না নয়। আর একজন মেয়ে, যার ছায়া আর তার নিজের নয়। আমি আদিবা। মনোবিজ্ঞানের ছাত্রী। ভূতে বিশ্বাস করি না। তবু, এক রাত ১২টায় আমি একটা প্রেতভবনের ভেতরে ঢুকেছিলাম... ডায়েরির পাতা বলেছিল, "তোমার ছায়াও আর তোমার থাকবে না।" এটা কি আমার গল্পের শেষ? নাকি কোনো অদৃশ্য শুরু? ভয়, রহস্য আর ছায়ার নিঃশ্বাসে গঠিত এক অনিশ্চিত যাত্রা- **'শেষ নাকি শুরু'** | লেখা: নীলাঞ্জনাAll Rights Reserved