
রুকাইয়ার মা অবাক হয়ে দেখে, আয়নার ভিতরে তার মেয়ে পাথরের মতো স্থির। আর আয়নার বাইরে দাঁড়িয়ে থাকা মেয়েটি... চেহারায় হুবহু রুকাইয়ার মতো হলেও, চোখে অদ্ভুত শূন্যতা। এই মেয়েটি কে? আয়নার ভিতরে বন্দি হয়ে গেল আসল রুকাইয়া, আর আয়নার এই পাশে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর ছায়া। রুকাইয়ার মা চিৎকার করে, ছুটে যায় আয়নার দিকে - কিন্তু আয়না তখন আর আয়না থাকে না, ওটা হয়ে যায় একটি দরজা, যেটার দু'পাশে দুটি পৃথিবী। আর সেই মুহূর্তে, রুকাইয়ার মুখ থেকে এক ফিসফিসে আওয়াজ শোনা যায় - > "