
পর্ব - ১ এবং ২ লেখকঃ মো:জুয়েল রাত তখন প্রায় ২টা বাজে। নিঃস্তব্ধ চারদিক। ঘুম ভাঙলো হঠাৎ একটা দরজার "কড় কড়" শব্দে। তানভীর ভেবেছিল হয়তো বাতাসেই দরজা লেগেছে। কিন্তু মিনিট পাঁচেক পরেও সেই শব্দ থামলো না। এবার দরজা খুলে বাইরে তাকালো - কেউ নেই। তবে কিছু একটা চোখে পড়লো... দূরে একটা গাছের নিচে একজন দাঁড়িয়ে। কিন্তু মুখ দেখা যাচ্ছে না। ছায়ার মতো, একদম স্থির। মনে হচ্ছে মানুষ, কিন্তু পা নেই। ভেসে আছে! তানভীর ভয় পেয়ে দরজা বন্ধ করে দেয়। আলো জ্বালিয়ে বসে থাকে। হঠাৎ শুনতে পায় - তার নিজের ঘরের দেয়ালের পাশ থেকে কেউ ফিসফিস করে বলছে: "আমার জায়গা তুমি নিয়েছো... এখন ফিরিয়ে দাও..." ঘামতে থাকে তানভীর। দরজার দিকে তাকিয়ে দেখে - দরজায় কারও ছায়া! কিন্তু কেউ নেই... পর্ব - ২ তানভীর দরজার ছায়া দেখে কয়েক মুহূর্ত একদৃষ্টে তাকিয়ে থাকলো। হঠাৎ করে ছায়াটা দুলে উঠলো, তারপর এক ঝটকায় দরজার নিচের ফাঁক দিয়েAll Rights Reserved