পর্ব – ১ : অচেনা ছায়া
গ্রামের নাম ছিল ইরাপাড়া। ছোট্ট গ্রাম, চারদিকে খেজুরগাছ, মাঠ আর পাশ দিয়ে বয়ে চলা এক নদী। গ্রামের মাঝখানে এক পুরোনো মসজিদ। সেই মসজিদের ইমামতি করত হুজুর সাহেব, আর সবচেয়ে বেশি সময় কাটাত এক তরুণ—হাফেজ আলীওয়ান।
হাফেজের জীবনটা সহজ ছিল না। ছোটবেলায় বাবাকে হারিয়েছে, মায়ের কাঁধে সংসার। দিনভর খেতের কাজ করে, রাতে মসজিদে এসে কোরআন তেলাওয়াত করত। গ্রামের মানুষ বলত, “এই ছেলেটার কণ্ঠে কোরআন পড়লে মনে হয় আকাশ থেকে নূর নেমে আসে।”
এক শীতের রাতে, যখন সবাই ঘুমে, হাফেজ একা বসে সূরা ইয়াসিন পড়ছিল। হঠাৎ মসজিদের দরজার পাশে সাদা ছায়ার মতো কিছু দেখতে পেল। মনে হলো—কেউ দাঁড়িয়ে শুনছে। হাফেজ অবাক হলেও কিছু বলল না। আয়াত শেষ করার পর চোখ তুলে দেখল—সেই ছায়া নেই!
কিন্তু এ ঘটনা একদিন নয়—প্রায় প্রতিরাতেই ঘটতে লাগল। কখনো দরজার কাছে, কখনো জানালার বাইরে, সাদা কাপড়ের মতো আবছা এক অবয়ব কোরআন শুনে মিলিয়ে যেত।
হাফেজের মনে প্রশ্ন জাগল—
কে সে? গ্রামের কোনো মেয়ে? নাকি অন্য কিছু?
তার অজান্তেই শুরু হলো এক অচেনা সম্পর্কের গল্প…