শোভন ব্যাংকে চাকুরী করে। নতুন চাকুরী। শাখায় প্রচন্ড গ্রাহকের ভীড়। দম ফেলার সময় নেই। টেবিলে অনেক কাগজপত্র। ভীড় একটু হালকা হলেই চেয়ারে হেলান দিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ের আড্ডা আর হৈচৈয়ের স্মৃতিতে ডুবে যায়। তার মন খারাপ হয়। ব্যাংকে গ্রাহকরা পৃথিবার সবচেয়ে ব্যস্ত লোকের ভাব নিয়ে আসে। কারো মুখে হাসি নেই। হইচই করার সুযোগ নেই। পাশের সহকমীকে ডেকে জানায় ও চাকুরী ছেড়ে দেবে। শোভন খেয়ালি ছেলে। একটু অদ্ভুতও। জীবনের নতুন ধাপে মানিয়ে নিতে চারছে না। হৈচৈপূর্ণ জীবেন ফেরে যেতে চায়। বন্ধুদের সাথে পরিকল্পানা করে চায়ের দোকান দেবে কাওরান বাজারে। লোকজন চা খেতে আসে হাসি মুখে। কেউ ওর কথা কানে নেয় না। ঘরে তার শুধু মা। এক সহকর্মী জানায় ডিজিএম ওকে তার মেয়ের পাত্র হিসাবে পছন্দ করেছে। তবে মেয়েটা চুপচাপ এসে দেখে যেতে চায় তার হবু বর রসিক কি-না। গোমরা ছেলে তার পছন্দ নয়...
28 parts