তোমার চোখের পাতায় ঘুমহীন স্বপ্নের ভীড়, থমকে দাঁড়িয়ে দেখেছি অস্পষ্ট ব্যাকুলতায়...
কেউ জানবে না এই ভীড়ের ভেতর কোন সে মেয়েটি
স্পন্দন আনে সুচতুর চোখের পদচারনায়।।
/ / ভাষায় বলা অমান্য,
যদি বুঝতে চাও এই মনের আবদার,
তবে বাসতে হবে ভালো,
তোমার মনের অন্তরালে লুকিয়ে আছি আমি,
যদি দেখতে চাও,
করে দাও আলো-
তোমার মনকে কর শীতের স্নিগ্ধ সন্ধ্যার মতো-নিষ্পাপ,
শুধু নিবির রাত্রের অন্ধকারে চেয়ে দেখো
পাবে ওখানে আমাকে,
কারণ আমি মিশে গেছি সেই কালো মেঘের অন্তঃপুরে | \ \