তোমার চোখের পাতায় ঘুমহীন স্বপ্নের ভীড়, থমকে দাঁড়িয়ে দেখেছি অস্পষ্ট ব্যাকুলতায়...
কেউ জানবে না এই ভীড়ের ভেতর কোন সে মেয়েটি
স্পন্দন আনে সুচতুর চোখের পদচারনায়।।
কবিতা..
কবিতা হচ্ছে মনের আয়না,
জীবনের সুর,
কিংবা স্বপ্নিল ক্যানভাস...
কবিতা ভালোবাসলে, মানুষের মন ছুঁয়ে দেখা যায়...
কবিতার মাঝে আমার আমিকে খুঁজে পাওয়া যায়...