কুয়াশাময়ী শহর, রাস্তার পাশে লম্ব দাঁড়িয়ে থাকা সোডিয়াম বাতির হলদে আলো।গভীর এই রাতে নিস্তব্ধতায় পরিপূর্ণ চারিদিক,কূয়াশার চাদরে ঢেকে গেছে সবটা মাঝে মাঝে রাস্তার ক্ষুদার্থ কুকুর গুলোর অদ্ভুত চিৎকার। মাঝে মাঝে হিমেল হাওয়া বয়ে যায় আর পাতার কর কর ধনি ভেসে আসে। মাথার উপর চন্দ্রিকা উজ্জ্বল আলোয় আলোকিত তবু তা বুঝা যায় না এই কুয়াশাময়ী চাদরের আধারে,বিন্দু বিন্দু মেঘরাজি ভেসে চলে,
আর কেমন এক অজানার ডাকে আহব্বান জানায়। কেমন এক নিস্তব্ধতার মাঝে গানের শুরু,হয়তো বা জীবনের কোন নতুন ছন্দের ডাক।
Want to ask me questions? See my behind the scenes? Even see my upcoming story sneak peeks?
Here you can request for a chapter read request as well as critique. There's even something better-talking to me about anything you want!