আমার কথা ------------ আমাদের চারপাশের মুখোশাবৃত সমাজটার নগ্ন চিত্র আর চরিত্র উত্খলনে আজ আমি ইকবাল চৌধুরী কিবোর্ড হাতে। আমার লেখা কবিতার ধারাবাহিক প্রকাশনা করতে ইচ্ছুক এই বইটিতে। আপনার কাছে আমার একটা অনুরোধ, প্লিজ আমার লেখা পড়ে আপনার ভালো-মন্দ মতামত জানাবেন। আশা করি আপনাদের গঠনমূলক মতামত আমায় কবিতা সমগ্রের ধারাবাহিক আপডেটে প্রলুব্ধ করবে। ধন ্যবাদ সবাইকেAll Rights Reserved