প্রত্যেকটা কাহিনীকেই ভিন্নভাবে বলা যায়। হয়তো ফিরিয়ে আনা যায় একটি কাহিনীকে অন্যটির ভেতর। সবগুলো দৃশ্যমান হয়ে উঠে না। আমাদের কল্পনা ও মিলনজাত চিন্তা আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায় আগের কোনো এক মূহুর্তে,প্রিয় কোনো একটিতে। ক্লান্ত মন আবারো আলো দেখে অপেক্ষার, একই অপেক্ষার।