প্রকাশিত: বইমেলা ২০১৮, রোদেলা প্রকাশনী। (Nominated for The Fiction Award (TFA) 2017) #Highest_Rank1 [for 1 year] ___মুহূর্তের মধ্যে মৃদু শব্দটা গগনবিদারী শব্দে রুপান্তরিত হল! প্রচন্ড শব্দে পুরো আকাশ যেন কাঁচের মত ঝনঝন করে ভেঙে পড়তে চাইছে! আঁখি কানে হাত দিয়ে চিৎকার করছে! কিন্তুু শুধু মুখ নাড়ানো ছাড়া আর কিছুই বোঝা গেলো না! সমূদ্রের দিকে তাকিয়ে তার মুখ রক্তশূন্য হয়ে গেলো! দূরে বহদূরে পাহাড়ের সমান একটা ঢেউ বিদ্যুতের বেগে এগিয়ে আসছে! সোঁ সোঁ শব্দ করে সাইরেন বাজাতে বাজাতে তান্ডবের মত ঢেউটা এগিয়ে আসতে থাকে। ক্ষিপ্ত পশুর মত ছুটে আসা ঢেউটা কোনো সতর্কবাণী নয়, মৃত্যুঘন্টা বাজিয়ে চলেছে! আঁখি নিশ্বাস আটকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে সে দিকে। ছেলেটির ঠোঁটের কোণে মৃদু নীলাভ হাসির রেখা দেখা যাচ্ছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তার মুখটি অস্পষ্টই রয়ে যায়। ## This is a book that you can never predict whats next after every chapter!! Good luck.. :)All Rights Reserved