এই গল্পটি হল, একটি যাদুর আংটির। এই আংটিতে আছে অশুভ শক্তিকে ধ্বংস করার শক্তি। যা দিয়ে এই দুনিয়াকে অশুভ শক্তি থেকে রক্ষা করা যাবে। অশুভ শক্তি গুলোকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করা যাবে। কিন্তু এই আংটি এমন এক জায়গায় লুকানো আছে যে জায়গায় কোন মানুষ গিয়ে কখনও ফিরে আসতে পারেনি। ওখানে যারা যায় পথেই তাঁদের মেরে ফেলে অশুভ শক্তিরা। যুগে যুগে অনেকেই সেখানে গিয়েছে এই আংটিকে পাওয়ার জন্য। কিন্তু কেউ সেটা উদ্ধার করতে পারেনি। এই আংটির জন্য অনেকেই তাঁদের জীবন দিয়েছে। এই আংটি যদি কোনও ভাল মানুষের হাতে লেগে যায়, তাহলে সে অশুভ শক্তিকে (শয়তান, ভ্যাম্পায়ার, ওয়্যারউলফ, ভূত, ডাইনী, আত্মা, হিংস্র জানোয়ার, ভয়ংকর জীবজন্তুদের) শেষ করে দিতে পারবে। এর জন্য কোন মানুষকে এই যাদুর আংটির কাছে যেতে দেয় না তারা, পথেই মেরে ফেলে। বিস্তারিত জানতে 'স্টোরি সামারি' পড়ুন...