সমান্তরাল মহাবিশ্বের মায়াজাল
5 parts Complete দীপ ও অঙ্কিতা বিয়ে করেছে। তারা সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিল, অঙ্কিতা বিয়ের পা ঁচ মাসের মধ্যে গর্ভবতী হয়, সংসারে নতুন অতিথি আসার আনন্দে দীপ খুব খুশি ছিল। এক মহাবিশ্বের ঘটে যাওয়া ঘটনার স্বপ্ন অঙ্কিতার স্বপ্নে আসে, অন্য কোনো মহাবিশ্বে ঘটে যাওয়া ঘটনার স্বপ্ন কিনা সেটা অঙ্কিতার জানা ছিলনা ঠিকই কিন্তু স্বপ্নের পর সে দীপ কে ফোন দেয় কারণ স্বপ্নটা ছিল দীপকে নিয়ে।