আমার বেশির ভাগ গল্প ছোট ছোট । তবে মাঝে মাঝে কিছু বড় বড় গল্প লিখেছি । সেই গল্প গুলোই এই বইতে এক পর্বে কিংবা কয়েক পর্বে পোস্ট করবো ! সব গুলো বড় গল্প আস্তে আস্তে এখানে এসে জমা হবে ।
পড়ার আমন্ত্রন রইলো ।
১০ বছর আগে ব্রেকাপ হওয়া এক্স গার্লফ্রেন্ড নাজিবার সাথে পুনরায় কয়েকদিন দেখা হবার পর দৈহিক সম্পর্কে জড়িয়ে পড়ে রাহুল। তবে সম্পর্কটি আর শরীরেই থাকেনা কয়েকটি মিলনের পরে। রাহুলের নিঃসঙ্গ জীবনে সংসারী নাজিবা আসে নতুন জীবনের স্বপ্ন হয়ে। হতে চায় প্রেমিকা, অর্ধাঙ্গিনী।
রাহুল কী চায়? সে কি নাজিবার সাথে শুধুমাত্র দৈহিক সম্পর্কটাই বজায় রাখতে চাইবে? নাকি চাইবে নাজিবা তার সংসার ছিন্ন করে রাহুলের সাথে নতুন পাওয়া যৌনসুখের খেয়ায় ভেসে যেতে।