আমি ওকে বললাম,আপু শুনছেন? ও অবাক হয়ে বলল,আমাকে বলছেন? -জ্বি। -আমার সাথে কি কথা? -না মানে বলছিলাম বাইরে তো খুব বৃষ্টি। -তো? -আমার কোন ছাতা নাই। -তো? ছাতা ছাড়া বের হলেন কেন? -আসলে তাড়াহুড়ায় খেয়াল করা হয়নি।আমি টিউশানিতে যাব। -যান।আমিতো আপনাকে ধরে রাখিনি। -তা রাখেননি।কিন্তু একটা সমস্যা। -কি? -আমি তো ভিজে যাব। -একদিন নাহয় ভিজলেন। -আমাকে তো ঐ ভেজা কাপড় নিয়ে পড়াতে হবে। -পড়াবেন।এ আর এমন কি? -আমার আবার ঠান্ডার ধাত।বুঝতেই পারছেন ভিজলেই টনসিল ফুলবে। -তো আমি কি করব?আমি কি ডাক্তার? -না বলছিলাম যদি আপনার ছাতাটা আমাকে ধার দিতেন। -আহা।শখ কত।তাহলে আমি ভিজে যাব না? -বৃষ্টি বোধহয় থেমে যাবে। -ফাজলামি পাইছেন?আমার ছাতা ফেরত পাব কিভাবে? -আপনার ফোন নম্বরটা যদি দেন।All Rights Reserved