............ স্রোত কূলে গতি হারায়......... .......... আব্দুর রহমান শিপুল মাস প্রায় শেষ।মেসে বাকি পড়েছে। বিকালের মধ্যে টাকা না দিলে রাত থেকে মিল বন্ধ।গত একমাস টিউশনি নেই।ছাত্রী ও তার পরিবারসহ ব্যাঙ্কক বেড়াতে গেছে।ঠিক কবে আসবে মাহমুদ জানে না।রেল লাইন ধরে মাহমুদ হাঁটতে শুরু করেছে। গন্তব্য অজানা।পড়ন্ত বিকেল।সুন্দর হাওয়া বইছে। মাহমুদ একটি গাছ তলায় বসে যূথীর কথা ভাবতে লাগলো।মাহমুদ তখন গ্রামে মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।যূথী মাহমুদদের প্রতিবেশী।একদিন স্কুলে নবম- দশম শ্রেনীর মধ্যে ফুটবল খেলা হয়।মাহমুদ খেলায় অংশগ্রহন করে।খেলা খেলতে খেলতে হঠাৎ মাহমুদ পা পিছলে পরে যায়।মাহমুদ হাঁটুতে প্রচন্ড ব্যাথা পায়।শুধু তাই নয় মাহমুদের একমাত্র পরার যোগ্য প্যান্টটি ছিঁড়ে যায়।সেই দিন সকলে হেসে ছিল শুধু যূথী ছাড়া।পরার যোগ্য প্যান্ট না থাকায় মাহমুদ দুদিন স্কুলে যায় না।ব্যAll Rights Reserved