............ সবাই বেড়ে ওঠে............. ........... আব্দুর রহমান শিপুল আজ মাহমুদের মেসে মিল(আহার) হয় নি।মেসের বুয়া অসুস্থ।দুদিনেরছুটি।বাকিরা যে যার মত হোটেল থেকে খেয়ে এসেছে।মাস প্রায় শেষ।তাই মাহমুদের কাছে কোন টাকা নেই।দুদিন পর টিউশনিরটাকা পাবে।কিন্তু এই দুদিন কিভাবে চলবে?এটা নিয়ে মাহবুব চিন্তিত নয় এর আগেও এমন ঘটনা বহুবার ঘটেছে।গাজীপুরের জয়দেবপুর রেল লাইনের ধারে মাহবুব বসে আছে।যে যার মত লাইনের উপর দিয়ে কিংবা ধার দিয়ে হেঁটে যাচ্ছে।বিকালে সময় কাটানোর জন্য অগনিত লোক এখানে বেড়াতে আসে।এই এলাকার বিনোদন এখানেই।মাহমুদ ভাবুক মুখে এদিক ওদিক তাকিয়ে দেখছে।পাশ দিয়ে দ্রুতবেগে চিত্রা এক্সপ্রেস চলে গেল।দূরে ডোবায় একজন জাল দিয়ে মাছ ধরছে।মাহমুদ দৃষ্টি ফিরিয়ে এনে বাঁ দিকে তাকালো।দেখতে পেল এক লোক মাথায় করে টিভি নিয়ে যাচ্ছে।টিভি দেখে মাহমুদের বাল্যকালের একটা কথা মনে পড়ল।তখন মাহমুAll Rights Reserved