....অভাগা শিয়াল ....আব্দুর রহমান শিপুল হাতির সাথে ফাঁকি যোগে লিখেছে শিয়াল ছড়া সিংহ বাঘকে ইঁদুর বানিয়ে নিজে হয়েছে সেরা। হায়েনা ভাল্লুক গন্ডারকে ব্যাঙ্গ করে বলে.. ওরাতো ভাই পিচ্চি ছেলে পুতুল খেলা খেলে। বানরকে নিয়ে লিখবে শিয়াল ভাবে মনে মনে এমন সময় বানর এসে চুল ধরে টানে কান বরাবর থাপ্পর দিতেই মুখটি হল লাল রাগের বশে বানর মশায় মাথায় ভাঙে ডাল। হায়েনা ভাল্লুক ভয় দেখাতে আড়াল থেকে ডাকে পিঁপড়াগুলো সাঁরি বেঁধে কানের ভিতর ঢোকে। কেউ কেড়ে নেয় চশমা ঘড়ি খাতা ও কলম কেউ আবার নেচে বেড়ায় ছিঁড়ে গায়ের লোম। লেখা হলো না ছড়া হলো না খ্যাতি অর্জন মনের দুঃখে শিয়াল মশায় ছেড়ে গেল বন।All Rights Reserved
1 part