"সখি, ভালোবাসা কারে কয়"
এই গানটা হয়ত আমরা অনেকেই শুনেছি। আবার অনেকে হয়ত ভালোবাসায় বাঁশ খেয়ে মনে মনে বলেছি। তবুও আমরা ভালোবাসি। কারন ভালোবাসা ছাড়া সবকিছু মুল্যহীন। আর একাকী নিঃসন্গ জীবন কারই বা কাম্য। তাই ভালোবাসা আসে সবার জীবনে, কেউ বা প্রকাশের সুযোগ পায় (কারন সুযোগ পেলে সবাই ভালোবাসতে চায়), আর কেউ বা পায় না। কারো সফল হয়, আর কারো মুখ থুবড়ে পড়ে ভালোবাসার স্বপ্নগুলো। আর তখন প্রায় সবাই মনঃকষ্টে ভোগে, তবে বেশিরভাগই প্রাথমিক ধাক্কা সামলে বাস্তবতায় ফিরে আসে। কিন্তু অনেকে সেই ধাক্কা সামলাতে হিমশিম খায়। কেউ সাহিত্য চর্চায় মনের দুঃখ প্রকাশ করে। আবার অনেকে জীবনের মোহ ত্যাগ করে বসে। এদের মধ্যেই অনেকে জীবনের ইতি ঘটিয়ে ফেলে। যাক, এগুলো লিখতে গেলে ভুমিকাই হয়ে যাবে একটা কাব্য। তাই আশা করি, অন্য দিন এমনই এক অসমাপ্ত ভালোবাসার কাহিনী তুলে ধরব আপনাদের কাছে। আজকে শুধু ভাল