সময়ের ধারাবাহিকতায় সবকিছুই বদলে যায়। বদলে যায় চিন্তা-চেতনা,বদলায় পরিস্থিতি। তেমনি বদলে যাওয়ার কাহিনী নিয়ে তৈরি এর জীবন। জগতের রহস্য জগৎই জানে। মায়া-মমতা,স্নেহ,ভালোবাসা,হিংসা,ঘৃণা,ষড়যন্ত্র,বিদ্বেষ-বিষাদ নিয়েই এর জগৎ। সেও বুঝতে শেখে প্রকৃতিকে। কল্পনায় দেখতে পায় অন্যের মন। বিশ্বাস ও অপরাধের মাঝের সম্পর্ক বুঝতে শুরু করে। এই বুঝতে পারার শেষ নেই।
[-প্রথমেই লেখক অনুরোধ করছে আপনাদের,১৬ বছরের নিচের কেউ এটা পড়বেন না। -বাস্তবতার জটিলতায় যদি হাড়িয়ে যান বা অপবিশ্বাসের সঞ্চার হলে লেখক দায়ী নন।-]
কিতাব পড়তে পড়তে যেসব কিতাব দিল চাঙ্গা করে, নতুন করে চিন্তা-ফিকির করাতে শেখায়, সবার জন্য পড়াটা জরুরী মনে করি, সেগুলো এখানে জমা করতে থাকবো... রিভিউ কাজে না দিলেও রিভিউয়ের কিতাবগুলো আপনার জিন্দেগীকে খুবসুরত করার ক্ষেত্রে কোনো না কোনো অবদান বা ভূমিকা রাখবে, অন্তত এ উম্মীদ রাখি ইন শা আল্লাহ।