সময়ের ধারাবাহিকতায় সবকিছুই বদলে যায়। বদলে যায় চিন্তা-চেতনা,বদলায় পরিস্থিতি। তেমনি বদলে যাওয়ার কাহিনী নিয়ে তৈরি এর জীবন। জগতের রহস্য জগৎই জানে। মায়া-মমতা,স্নেহ,ভালোবাসা,হিংসা,ঘৃণা,ষড়যন্ত্র,বিদ্বেষ-বিষাদ নিয়েই এর জগৎ। সেও বুঝতে শেখে প্রকৃতিকে। কল্পনায় দেখতে পায় অন্যের মন। বিশ্বাস ও অপরাধের মাঝের সম্পর্ক বুঝতে শুরু করে। এই বুঝতে পারার শেষ নেই।
[-প্রথমেই লেখক অনুরোধ করছে আপনাদের,১৬ বছরের নিচের কেউ এটা পড়বেন না। -বাস্তবতার জটিলতায় যদি হাড়িয়ে যান বা অপবিশ্বাসের সঞ্চার হলে লেখক দায়ী নন।-]