স্বপ্ন ও শ্রুতি তাদের বন্ধুত্বটাকে নতুন একটা নাম দিতে চায়। মনে মনে তারা নতুন নামের পথে হাটতেও শুরু করছে। আজ তারা দেখা করবে ঠিক করল। নতুন নামে হাটার অনুভুতিতে আজ তাদের প্রথম দেখা। ঠিক করল তারা সি আর বিতে দেখা করবে। স্বপ্ন বেশ উচ্ছ্বাসিত আর শ্রুতির উচ্ছ্বাসের সাথে কিছুটা কনফিউশনও ছিল। অতঃপর সেই উচ্ছ্বাস উৎকণ্ঠা ছাপিয়ে তাদের দেখা হল।
স্বপ্নের মনে হতে লাগল, বসন্তের নির্মল হাওয়ায় আমার হৃদয় এবার হয়ত ভেসেছে ভালবাসার প্লাবনে, একরাশ প্রশান্তি, ভাললাগার আবেশ ছড়িয়ে পড়তে লাগল স্বপ্নের দেহ মনে। অনেকটা রবীন্দ্রনাথের গানের মত -
" হৃদয় আজি কেমনে গেল খুলি
জগত আসি সেথা করিছে কোলাকুলি"
ফুলের সুবাসের মত মধুর ছিল সেই অনুভুতি। প্রচন্ডভাবে শুনতে ইচ্ছা হচ্ছিল পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত, ভাললাগার সেই শব্দটি - "ভালবাসি"
স্বপ্ন তখন বারংবার মনে মনে বলছিল, " তোমাকেই যেন ভালবেসেছ
একবার দেখেই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলো রেহবার ও গুলিস্তা। বিয়ের পর সব ঠিকঠাক চললেও গুলিস্তার নির্লিপ্ততা, অস্বাভাবিক ঠান্ডা আচরণ রেহবারের মনে গাঢ় সন্দেহের জন্ম দেয়। ভালো মন্দ সব
পথ অবলম্বন করে মূল কার ণ উদ্ধারের চেষ্টায় সামনে আসে গুলিস্তার অতীত। যা মেনে নেওয়া রেহবারের পক্ষে সম্ভব হয়নি।