1 part Complete প্রথমেই বলে রাখি যে এই গল্পটি সম্পূর্ণ রূপে সত্য ঘটনা অবলম্বনে। আর এই ঘটনাটি ঘটেছিল আমার নিতান্তই এক কাছের মানুষের সাথে। স ে যেমনটা বলেছে, আমি ঠিক তেমন ভাবেই ঘটনাটার বর্ণনা করার চেষ্টা করছি। তবু পরিচয় গোপন রাখার স্বার্থে কিছু-কিছু জায়গায় নাম ইত্যাদি পরিবর্তিত করা হয়েছে। একজন অল্পবয়সী ছেলে চাকরীর সূত্রে হরিয়াণা রাজ্যের ফারিদাবাদ শহরে আসে। সেখানকার ভাড়া বাড়িতে এমন কী অলৌকিক কাণ্ড ঘটে, যার ফলে তড়িঘড়ি তাঁকে সেই বাসা ত্যাগ করতে হয়? উত্তর জানতে হলে পড়তে হবে "আত্মঘাতিনী"