ছোট একটা ফুল
দেখেছি
দেখতে দেখতে
কখন এতটা কাছে এসেছি
কখন যে এতটা ভালো বেসেছি
তুলেছি তোমায়
বুঝি নি গন্ধ তোমার
ভালো সব কিছু
সবের মাঝ থেকে তুলে
বেছে নেওয়া খুব কঠিন ছিল
তুমি শুধু পুজোর জন্য
এটা বুঝলেও
এখন সব পরিস্কার,
কিতাব পড়তে পড়তে যেসব কিতাব দিল চাঙ্গা করে, নতুন করে চিন্তা-ফিকির করাতে শেখায়, সবার জন্য পড়াটা জরুরী মনে করি, সেগুলো এখানে জমা করতে থাকবো... রিভিউ কাজে না দিলেও রিভিউয়ের কিতাবগুলো আপনার জিন্দেগীকে খুবসুরত করার ক্ষেত্রে কোনো না কোনো অবদান বা ভূমিকা রাখবে, অন্তত এ উম্মীদ রাখি ইন শা আল্লাহ।