আমার ব্লগে প্রকাশিত আগের গল্প গুলো এক এক এখানে জমা করা হবে । ছোট ছোট গল্প একেক পার্টে একেকটা শেষ । আস্তে আস্তে সব গুলো গল্প জমা করবো এখানে । এর আগে একটা ভলিউম বের করেছি । আজকে দ্বিতীয়টা । এভাবে চলতে থাকবে !
উনি তখন বিমানবাহিনীতে সবে ঢুকেছেন।টগবগে তরুণ! উনাকে দেখতে যে তখন কি ভালো দেখায়। ভীষণ লম্বা, গভীর চোখ, অার সবথেকে সুন্দর উনার হাসি।শুধু মাথাভর্তি ঝাকরা চুলটাই ছোট করে ছাটা।
ইস! এমন হ্যান্ডসাম ছেলে সারা পৃথিবীতেই বুঝি অার একটাও নেই।পৃথিবীতে কেনো, অাশে পাশের কোনো গ্রহেও নেই।