ক্লাস ফোরে পড়ে পুলু। সেই কোন ছোট্টবেলায় মামাবাড়ি বেড়াতে গিয়েছিল, মনেই নেই! আর তার পরে প্রতিবারই বাধা! অবশেষে বাড়ির সকলের সঙ্গে প্রবল উৎসাহে হিমসিটি এক্সপ্রেসে চড়ে বসল পুলু। গন্তব্য হিমনগর, পুলুর মামাবাড়ি। সেখানে নাকি ভারি মজা! কিন্তু দুদিন যেতে না যেতেই পুলুর উৎসাহ পরিণত হল উত্তেজনায়। মামারবাড়ির চৌহদ্দির মধ্যেই পুরোনো মন্দির। আর তারপর ... এবার নিজেকেই পড়ে নিতে হবে - পুলুর দিদিমা!..All Rights Reserved