1 part Ongoing আমাদের সকলের চেনা ঝকঝকে, মানুষের ভীড়ে ঠাসা শহরটার বুকে ঘাপটি মেরে থাকতে পারে কোনো অন্ধকার রাস্তা বা কোনো নির্জন রেলপথ। রাতে, সারাদিনের কর্মব্যস্ততা শে ষে যখন আপনি আপনার চেনা রুমটাই, চেনা নরম বিছনাটাই এলিয়ে দেন আপনার ক্লান্ত ভাঙা শরীরটা, যখন আপনি তলিয়ে যান ঘুমের সাগরে। ঠিক তখনই হয়তো সেই নির্জন রাস্তা বা রেলপথটার ধারে কাউকে ঘিরে গড়ে ওঠে কোনো গভীর রহস্য। পড়তে পারেন, আমার গল্প " পুতুল পুতুল খেলা "।