Raisa_0112
রাতের নরম বৃষ্টিতে ঢাকা এক পুরনো লাইব্রেরি-
সেখানে এক তরুণ লেখিকা, মেহরীন, খুঁজছিল অনুপ্রেরণা। কিন্তু সে পেয়ে গেল এক বই-
একটা অজানা বই, যার মলাটে আঁকা চোখ যেন তাকিয়ে থাকে পাঠকের দিকেই।
বইটির নাম: "The Last Chapter's Reader."
প্রথমে নিছক কৌতূহল মনে হলেও, ধীরে ধীরে সে বুঝতে পারে-
এই বই শুধু পড়া যায় না...
এই বই "পাঠককেও" পড়ে।
রাত গভীর হয়, শব্দ হারিয়ে যায়, আর বইয়ের পাতায় একের পর এক ফুটে ওঠে বাস্তবের নামগুলো-
তার নিজের বন্ধুদের নাম।
যে শেষ পৃষ্ঠা উল্টাবে-
সে হয়ত গল্পে রয়ে যাবে চিৎকার