ভালোবাসা মৃত্যুর পরে বেঁচে থাকা অর্থহীন, কিন্তু ভালোবাসা মরে যায় কেন?
মৃত্যুর পরে বেঁচে থাকা অর্থহীন হয়ে যায় কারন নিঃসঙ্গ জীবন বয়ে নিয়ে যাওয়া কষ্টসাধ্য। সময় ভেদে জন বদলায় তবে তা নিয়তির জোরে।
ভালোবাসা মরে যাওয়াটা অনেকটা পরাজয় স্বীকার করে নেয়ার মতন। তবে তা হওয়া উচিত না। ভালোবাসা সকালের মতন হওয়া উচিত না যা বেলা বাড়ার সাথে সাথে মিলিয়ে যায়। হওয়া উচিত নীলিমার মতন যা মিলিয়ে যায় না তবে কালো মেঘ জমে তা অঝোর জলে ঝরে পরে যেন নিজেকে মেলে ধরে এই বলে বদলে যাবার কথা ভাবনায় আনাও যে ভুল।