"মন"

15 3 0
                                    


"মন", হাজারো রং-এ ভরা এক অপূর্ব জগত। এখানে না আছে রং-এর কমতি, না আছে কোনো সীমানা। যে যার ইচ্ছে মতো সীমানা বানিয়ে নেয়। যে যার ইচ্ছে মতো তার দুনিয়াকে সাজিয়ে নেয়। এই দুনিয়া শুধু তার একার হয়। কাল্পনিক এই জগত প্রতিনিয়ত নতুন নতুন রঙ সৃষ্টি করে নিজেকে অনন্য ভাবে সাজায়। বিস্ময়কর বস্তু এই "মন", যা চোখে দেখা যায় না বাস্তবে, কিন্তু সবসময় যেন চোখেই ভাসে। যার কোনো শব্দ নেই, কিন্তু মাথার মধ্যে যেন বিরামহীন ভাবে ফিসফিস করেই চলে......... ডাক দেয় সেই রঙ্গিন দুনিয়াতে। কিন্তু মাঝে মাঝে এই জগত সব রঙ হারিয়ে ফেলে। সাদা, কালো আর ধুসরে ভরে "মন" মলিন হয়ে যায়। আপন এই দুনিয়াকে তখন পর বলে মনে হয়। কিছু শক্তি আছে, বিপরীত শক্তি, যা পৃথিবী থেকে সকল সুখ মুছে দিতে সক্ষম, সেই শক্তি গুলো এসে এই রঙ কেড়ে নিয়ে "মন"-কে মলিন, ফাঁকা করে রেখে যায়। তবে এটি হয় ক্ষণস্থায়ী, কারন "মন" আত্মাকে জরিয়ে থাকে। তাই সে একবার রঙ হারিয়ে ফেললেও পুনরায় নতুন রঙ বানিয়ে হারানো জগতটিকে ফিরিয়ে আনে, নতুন আশার সঞ্চার করে। কিন্তু "মন"-কে আবার রঙ্গিন করার জন্য সাহসের দরকার হয়। যারা এই সাহস সঞ্চয় করতে পারে না, তারা একসময় তাদের এই প্রিয় "মন"-কে হারিয়ে ফেলে। এই হারিয়ে ফেলা দীর্ঘস্থায়ী এবং অনেক ক্ষেত্রে চিরস্থায়ী হয়। ফলে মানুষ আর মানুষ থাকে না, যন্ত্র হয়ে যায়। তাই সাবধান, "মন"-কে কখনোই হারিয়ো না। কারন যন্ত্র শুধু কাজ সম্পাদনের উদ্দেশ্যে কাজ করে যায়, কাজ কে ভালোবেসে নয়। তাদের মধ্যে দক্ষতা থাকলেও ভালোবাসা থাকে না। আর ভালোবাসা না থাকলে এই পৃথিবীও থাকবে না, অন্ধকারে ঢেকে বিলীন হয়ে যাবে।

"মন"Where stories live. Discover now