মাঝে মাঝে খুব একা লাগে নিজেকে,স্মৃতি আর সময় শব্দের মাঝে আটকে আছে আমার।
আজ রাত্রির সাথে দেখা হলো কেনো,কেনোই বা আমি তার কাছে যেতে পারলামনা, কেনো!!!
রাত্রিকে আজ এভাবে দেখে অনেকটা সেই প্রথম দিনের তার সাথে দেখার কথা মনে পরে গেলো, সেদিনও সে একাই ছিলো। কিছু একটা খুজছিলো। আমি তখন রাস্তার মোড়ে দারিয়ে কিছু ছেলেদের মাঝে খেলা নিয়ে উচ্ছাস দেখছিলাম,হঠাত ভিরের মাঝে সেই মেয়েটার দিকে চোখ পরলো দেখলাম একদিকে তাকিয়ে আছে, দৃষ্টিটা কিছুটা বিভ্রান্তির মাঝে আটকে ছিল,
YOU ARE READING
||সেদিন খুজেছি তোমায়||
Short Storyজীবন তার এক অসুখ এর জন্য লুকিয়ে ফিরছে তার পছন্দের রাত্রি থেকে। দীঘ ৪ বছর পরে সে যখন রাত্রিকে বিয়ে করতে যাবে তখন এক না বলা গল্পের শুরু হলো।অপেক্ষার এ দীর্ঘ সময়ে তার থেকে কি নিলো আর তাকে কি বা দিলো....