এই শহরে আবার আসবো ফিরে ( ছন্দহীন পথিক -১০ ) । সিলেট

15 1 0
                                    

দিন কাটছে পথিকের , অনেকদিন পর আজ কবি বসেছে লিখবে বলে সেই কবে চলে গেছে শ্রাবণ। বছর-খানেকের কথা পৃথিবী এখন বন্ধী ঘরের দেয়ালে, হাসিভরা মুখ গুলা এখন সাদা নীল কাপড়ের নিচে। বলছিলাম এই করোনার শহরে বন্ধী তোমার আমার কথা।

যাই হোক, বছর কেটে গেছে কবেই ২০১৯ এর স্মৃতি থেকে এখনো বের হতে পারেনি পথিক, কত মাস দেখা হয় না রমণীর সাথে। ফোনের যান্ত্রিক মেসেজে কাটে দিন। সকাল বিকাল যেন সবই এক।

ফোনে রিং হচ্ছে, ট্রিং ট্রিং, নতুন রিংটোন লাগিয়েছে পথিক একটু মজাই লাগছে নতুন রিংটোন শুনতে পথিকের। ফোন রিসিভ করলো !

পথিক : হ্যালো, কে বলছেন ?

ওপাশ থেকে: চিনছেন না আমাকে ? এতো তাড়াতাড়ি ভুলে গেলেন ?

পথিক : আমি তো চিনতে পারলাম না, কোনও কল সেন্টার থেকে কল ছাড়া তো আমার ফোন এ কেউ কল দেয় না।

ওপাশ থেকে : আমিই ! রমণী

পথিক : ওরেঃহ বাবা, আপনি কিভাবে কল দিলেন ?

রমণী : ফোন এ নম্বর টাইপ করে কল দিয়েছি, আমার নম্বর টাও কি সেভ করা নাই ?

পথিক : এহেম, ইয়ে মানে আছে আছে অন্য ফোন এ, আর আপনি তো কোনোদিন এই ভাবে স্মরণ করেননি তাই ঐভাবে মনে নেই আরকি।

রমণী : আপনার সাথে পারা যাবেনা , আপনার কাছে সব প্রশ্নের জবাব থাকে। আমি পারবোনা এখন তর্ক করতে।

পথিক : আপনি কি আমার প্রশংসা করলেন নাকি ট্রল করলেন আমি টের পেলাম না।

রমণী : শুনেন এখন এতো কথা বলে লাভ নাই , আপনাকে ফোন করেছি আমি আর তন্নী সিলেট যাচ্ছি। আগামীকালের ট্রেনে রাত ১১টার উদয়ন এক্সপ্রেস এ।

পথিক : আলহামদুলিল্লাহ , আসার সময় আমার জন্য চা পাতা নিয়ে আইসেন, জানেন ই তো আমি মানে চা ,ওহ সরি চা মানে আমি।

রমণী : এইসব বাদ দেন ! আপনি রেডি থাকবেন কালকে আমাদের সাথে যাচ্ছেন সিলেট, মনে করে পাঞ্জাবি নিয়ে নিবেন। পাঞ্জাবি তে আপনাকে অনেক ভালো লাগে।

মেয়েটা আমাকে এইভাবে অর্ডার করছে কেন ? আমি কি ওর স্টুডেন্ট নাকি নাকি উনি আমার বস , তবে আমার কাছে ভালো লাগছে। পথিক সবাইকে অর্ডার করে এখন পথিক কেউ অর্ডার করছে।

🎉 You've finished reading এই শহরে আবার আসবো ফিরে ( ছন্দহীন পথিক -১০ ) । সিলেট 🎉
এই শহরে আবার আসবো ফিরে ( ছন্দহীন পথিক -১০ ) । সিলেটWhere stories live. Discover now