যার লাগি কাঁদি আমি
সে কাঁদে না আমার তরে।
তার জীবনে আলো ভরে
পড়ে আছি আজ অন্ধকারে।
যখন সে চাইত কিছু ,
দিতাম সবই উজাড় করে।
আশা করিনি দেবে আমার,
অশেষ দুঃখে জীবন জুড়ে ।
তবুও বলি সুখে থেকো,
দিইযে দোয়া বুক ভরে।
উপকারের প্রতিদান
যার লাগি কাঁদি আমি
সে কাঁদে না আমার তরে।
তার জীবনে আলো ভরে
পড়ে আছি আজ অন্ধকারে।
যখন সে চাইত কিছু ,
দিতাম সবই উজাড় করে।
আশা করিনি দেবে আমার,
অশেষ দুঃখে জীবন জুড়ে ।
তবুও বলি সুখে থেকো,
দিইযে দোয়া বুক ভরে।