চার্যাপদে ৬ টি প্রবাদ পাওয়া যায়।
প্রবাদগুলো হলো:
১.আপনা মাংসেঁ হরিণা বৈরী ৬ নং পদ ভুসুকুপা
অর্থ: হরিণের মাংসই তার জন্য শত্রু২.হাতের কাঙ্কন মা লোউ দাপন ৩২ নং পদ সরহপা
অর্থ : হাতের কাঁকন দেখার জন্য দর্পণ বা আয়নার প্রয়োজন হয় না।৩.হাড়ীত ভাত নাহি নিতি আবেশী ৩৩ নং পদ ঢেগুণ পা
অর্থ: হাড়িতেঁ ভাত নেই, অথচ প্রতিদিন প্রেমিকেরা এসে ভীড় করে৪.দুহিল দুধু কী বেন্টে সামায় ৩৩ নং পদ ঢেগুণ পা
অর্থ : দোহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায়?৫. বর সুন গোহালী কিমু দুঠ্য বলন্দেঁ ৩৯ নং পদ সরহপা
অর্থ: দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল ভালো৬. আন চাহন্তে আন বিনধা ৪৪ নং পদ কঙ্কন পা
অর্থ: অন্য চাহিতে, অন্য বিনষ্ট।