মা এসেছে

1 0 0
                                    

সেই দুর্গা পুজোর হাসি,ঠাট্টা আর আনন্দ মনে পরে সেই কবিতা-
"পুজোর পাঁচ দিন"
"ষষ্ঠীতে হয়ে থাকে মায়ের বোধন
সেদিন থেকে ঠাকুর দেখতে নেচে ওঠে মন।
সপ্তমীতে প্যান্ডেলে সব বেজে ওঠে ঢাক
বাবার সাথে যাব আমি আজ সিংহী পার্ক।
অষ্টমীতে লাগে যেন খাবারে অরুচি
খেতে শুধু ইচ্ছে করে গরম গরম লুচি।
এই পাঁচটি দিনের মধ্যে নবমী চতুর্থ দিন
এই সব মজা যেন হয়ে আসে ক্ষীণ।
দশমী হলো শেষ দিন মনটা হু-হু করে
'মা' আবার আসবে ফিরে এক বছর পরে।"
-আগ্নিক ঘোষ

উফ এই দিন গুলো এতো তাড়াতাড়ি কেনো কেটে যায়। একদম ভালো লাগে না মনে হয়ে এইত্তো ছুটি পড়লো একদম ভালো লাগে না তখন মাকে যেতেই দিতে ইচ্ছে করে না আমার শুধু একটাই ইচ্ছা...
পরের জন্মে মায়ের বাচ্চা হয়ে জন্ম নিই :)

GouriWhere stories live. Discover now